Review Details
SHANGRI-LAR KHNOJAY : Himalaye Guptachaaranar Tinshatak
- Product Review (submitted on June 9, 2016):
- না দেখার স্বপ্নের পথে অভিযানের কাহিনী। ঐতিহাসিক প্রেক্ষাপটকে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এক পরাবাস্তব স্মৃতির আঙিনায়। এই লেখার ভূখণ্ডে দশকের পর দশক পেরিয়ে যাওয়া যায় অনায়াসে। অজানা তিব্বতকে জানতে যে দুঃসাহসীরা ছুটে গিয়েছিলেন বহুযুগ আগে, তাঁদের মনের হদিশ পেতে চেয়েছেন লেখক।তাদের সঙ্গেই যাত্রা করেছেন সেই দুর্গম না দেখা পথে।